Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

দর্শনীয় স্থান

এই ইউনিয়নে দর্শনীয় স্থান খুজে পাওয়া গেছে যেমনঃ

১। হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ঃ ১৮৭৯সালে ২৫ মে তারিখে তৎকালিন বিখ্যাত জমিদার কালী কিশোর সেন এলাকায় শিক্ষা বিস্তার করা উদ্দেশ্যে। তিনি তা সব সম্পত্তি দান করে এই বিদ্যালয়টি স্থাপন করে। বর্তমানের এই বিদ্যালয়টি তিন তলা বিশিষ্ট পাকা দালান। আর বিদ্যালয়ের সবচেয়ে আকষনীয় দৃশ্য হলো এর চারপার্শ্বে পুকুর দ্বারা ঘিরা।

২। আলম গাজীর দর্গাঃ হযরত শাহ আলম গাজীর এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার করা জন্য আসে। তখন তিনি ১৭২১ইং সালে এখানে একটি মার্জার নির্মান করে। তার নামনুসারে এই দর্গা নাম রাখা হল আলমগাজী দর্গা। এর উত্তর পার্শ্বে বিশাল দিঘি রয়েছে। কথিত আছে আগে বিবাহ সময়ে যেসব জিনিস দরকার হত তার সবই এই দর্গায় পাওয়া যেত।

৩। তারা মসজিদঃ হাঁসাড়া ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ডে এই মসজিদটি অবস্থিত। এটি ১৮১২ সালে নির্মান করা হয়। এটি মিনারটি শ্রীনগর উপজেলার সবচেয়ে বড় মসজিদ মিনার হিসাবে পরিচিত লাভ করেছে। স্থানীয় লোকজন থেকে জানা যায় এটি মসজিদের আগের দুরদুরান্ত স্থান থেকে জু’মার নামায আদায় করতে আসত।